ঢাকা | বঙ্গাব্দ

"কমপ্লিট শাটডাউনে" সমর্থন জানিয়েছে বিএনপি

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবারের ১৮ ই জুলাই "কমপ্লিট শাটডাউনে" সমর্থন জানিয়েছে বিএনপি।গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব
  • আপলোড তারিখঃ 17-07-2024 ইং
"কমপ্লিট শাটডাউনে" সমর্থন জানিয়েছে বিএনপি ছবির ক্যাপশন: "কমপ্লিট শাটডাউনে" সমর্থন জানিয়েছে বিএনপি

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।


কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবারের ১৮ ই জুলাই "কমপ্লিট শাটডাউনে" সমর্থন জানিয়েছে বিএনপি।গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ সমর্থনের কথা জানান।যুগ্ম-মহাসচিব বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবীতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ১৮ ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন"ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এতে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে।বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।  রিজভী সারাদেশের বিএনপির নেতাকর্মীদের শিক্ষার্থীদের আন্দোলনে সহযোগিতা করার অনুরোধ জানান।


এর আগে সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার সারাদেশে "কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়।ঐ পোস্টে বলা হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ,বিজিবি,র‌্যাব,সোয়াটের ন্যক্কারজনক হামলা,খুনের প্রতিবাদ,খুনিদের বিচার,সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা দাবীতে ১৮ ই জুলাই সারাদেশে "কমপ্লিট শাটডাউন" ঘোষণা করা হচ্ছে।


সেখানে আরও বলা হয় কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।বৃহস্পতিবারের কর্মসূচি সফল করতে সারাদেশের প্রতিটি স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রারাসার শিক্ষার্থীদের আহবান জানানো হচ্ছে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই ফেসবুক পোস্টে আরও বলা হয় অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান।আমাদের পাশে দাঁড়ান,রক্ষা করুন।এ লড়াই শুধু ছাত্রদের নয়,দলমত নির্বিশেষে এ দেশের আপামর জনসাধারণের। 



নিউজটি পোস্ট করেছেনঃ Daily Prothom Sakal

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ